আসসালামু আলাইকুম।

কিছুক্ষণ আগেই ঢাকা এবং এর আশেপাশের এলাকায় বেশ শক্তিশালী একটি কম্পন অনুভূত হলো। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬। মহান আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ ও নিরাপদ আছি। আলহামদুলিল্লাহ।

তবে ভূমিকম্পটি যেহেতু মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ছিল, তাই আতঙ্কের রেশ এখনো অনেকের মনেই আছে। এই মুহূর্তে আমাদের আতঙ্কিত না হয়ে কিছু জরুরি সতর্কতা মেনে চলা প্রয়োজন। আমার ব্লগের পাঠকদের নিরাপত্তার কথা ভেবেই চটজলদি কিছু জরুরি তথ্য শেয়ার করছি।

১. আফটারশক (Aftershock) বা পরাঘাত সম্পর্কে জানুন

 

বড় বা মাঝারি ভূমিকম্পের পর সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ছোট ছোট কিছু কম্পন বা ‘আফটারশক’ হতে পারে। তাই আগামী কয়েক ঘণ্টা একটু সতর্ক থাকুন।

  • রাতে ঘুমানোর সময় মাথার কাছে টর্চলাইট ও মোবাইল ফোন রাখুন।

  • ভারী আসবাবপত্র বা জানালার কাঁচের পাশে বিছানা রাখবেন না।

২. এখন যা চেক করা জরুরি

 

কম্পন থামার পর কিছু বিষয় নিশ্চিত হয়ে নেওয়া ভালো:

  • গ্যাস লাইন: বাসায় গ্যাসের কোনো গন্ধ পাচ্ছেন কিনা খেয়াল করুন। বিন্দুমাত্র সন্দেহ হলে দিয়াশলাই বা লাইটার জ্বালাবেন না, মেইন সুইচ বন্ধ করে দিন।

  • ফাটল: বাসার বিম বা পিলারে নতুন কোনো ফাটল দেখা দিয়েছে কিনা দেখুন।

  • পানির লাইন: পাইপলাইনে কোনো লিক হয়েছে কিনা চেক করুন।

৩. ভূমিকম্প চলাকালীন করণীয় (রিভিসন)

 

যদি আবারও কম্পন অনুভূত হয়, তবে মাথা ঠান্ডা রেখে এই নিয়মগুলো মানুন:

  • Drop, Cover, Hold On: মেঝেতে বসে পড়ুন, শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন এবং টেবিলের পায়া শক্ত করে ধরে রাখুন।

  • সিঁড়ি বনাম লিফট: কখনোই লিফট ব্যবহার করবেন না। কম্পন চলাকালীন সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করবেন না, কম্পন থামলে ধীরস্থিরভাবে নামুন।

  • মাথা বাঁচান: বালিশ বা হাত দিয়ে মাথা ও ঘাড় রক্ষা করুন।

৪. একটি ‘ইমার্জেন্সি ব্যাগ’ প্রস্তুত রাখুন

 

আমরা অনেকেই এটি অবহেলা করি, কিন্তু জাপান বা অন্যান্য ভূমিকম্পপ্রবণ দেশের মানুষ এটি সবসময় প্রস্তুত রাখে। একটি ছোট ব্যাগে নিচের জিনিসগুলো দরজার কাছে রেখে দিন:

  • শুকনো খাবার (বিস্কুট, খেজুর)।

  • পানির বোতল।

  • জরুরি ওষুধ ও ফার্স্ট এইড।

  • টর্চলাইট ও ব্যাটারি।

  • নগদ কিছু টাকা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

পরিশেষে: প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের হাত নেই, কিন্তু সচেতনতা আমাদের ক্ষয়ক্ষতি কমাতে পারে। আপনারা যারা এই পোস্টটি পড়ছেন, তারা কমেন্টে জানাতে পারেন আপনারা কে কোথায় ছিলেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি কেমন।

সবাই সাবধানে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

0 Items ৳ 0.00
×

Login

Register

A link to set a new password will be sent to your email address.


Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Share this link via

Or copy link